বাদল দিনের ফুলে;
দিতে গিয়ে মোর পূজার অঞ্জলি
গিয়েছিনু কারে ভুলে।
নীলাকাশ আজ কালো;
অঞ্জলি দিতে নীল কোথা পাবো
তাইতো এ ভুল হলো।
পাখিরা সবাই নীড়ে;
আজি মেঘের মিলন গর্জন সেথা
আকাশ রেখেছে ঘিরে।
বাতাসেরো দেখি ক্রোধ;
থেকে থেকে শুধু তাণ্ডব করে
নেই কোন প্রেম বোধ।
তাইতো প্রতীমা মূলে;
অঞ্জলি দয়ে বর্ষা-কদম ফুলে
নীলকে গেছিনু ভুলে।