দরজার ওপাশে অদ্ভুত এক মানুষ,
ঠিক বোঝা যাচ্ছে না, জেগে নাকি ঘুমন্ত;
প্রভু বলে দরজায় টোকা দাও
কেউ যেন বলে উঠে “বিষম” (complicated) এই দরজা
টোকা দিলেই কি হবে?
পালে বাতাস, মন্দিরে পূজা
তবুও কিছু হাওয়া, কিছু ফুল
হাতে রেখে দেয় পূজারী
সহস্র ছিদ্র ঐ পালে
সুউচ্ছ দেয়াল ঘেরা ঐ মন্দির!
রাধা কৃষনের হিসাব কে কষে!
জন্মেই শুনি এই হল কলি কাল।
কি লাভ – এই ডাকাতীয়ায় জলের মায়ায়
কি লাভ – এই জল যদি গড়ায় শীতলক্ষায়
হিসাব রক্ষকের খাতা ভরে যায়
শুন্য শুন্যে নানান ফলাফলে!
মাঝে মাঝে ভাবি – যদি ঘুমিয়ে থাকে
চার দেয়ালের বন্দী মানুষটা
জাগিয়ে তুলে কি লাভ আর?
অন্ধ চোখে কি আর ব্যাবধান
দেয়াল, খোলা কি বন্ধ দরজা!
যে জেগে আছে
সে দরজায় টোকা দাও বাতাসী!
৫ জুন ২০১৫
ক্যানবেরা