ফুল ফোটা হৃদয় । শফিক তপন
—————————————–
চাই এমন একটি হৃদয় যে হৃদয় ভালবাসা ময়
খুঁজি এমন একটি হৃদয় যে হৃদয়ে ফুলফুটে রয়
আমার আছে সে হৃদয় যে হৃদয় ভালবাসা ময়
সে যে ফুলফোটা হৃদয় আমার ফুলফোটা হৃদয় ।
যেখানেই থাকনা যত দূরে আমি তোমাকেই শুধু মনে রাখি,
ফুল ফোটা এ হৃদয় নিয়ে শুধু তোমাকেই কাছেকাছে ডাকি ।
যেখানেই থাকনা যত দূরে আমি তোমাকেই শুধু মনে রাখি,
ফুল ফোটা এ হৃদয় নিয়ে শুধু তোমাকেই কাছেকাছে ডাকি ।
ডেকে ডেকে
ভাল বেসে
চাই তোমার
ফুল ফোটাহৃদয়
তোমার ফুলফোটা হৃদয়
সে যে ফুলফোটা হৃদয় তোমার ফুলফোটা হৃদয় ।
চাই এমন একটি হৃদয় যে হৃদয় ভালবাসা ময়
খুঁজি এমন একটি হৃদয় যে হৃদয়ে ফুলফুটে রয়
আমার আছে সে হৃদয় যে হৃদয় ভালবাসা ময়
সে যে ফুলফোটা হৃদয় আমার ফুলফোটা হৃদয় ।
তোমার মনের গহীন বনে আমি শুধু প্রজাপতি হয়ে উড়ি,
ভালবাসা পাবার আশায় আমি শুধু পাখা মেলেমেলে ঘুরি ।
তোমার মনের গহীন বনে আমি শুধু প্রজাপতি হয়ে উড়ি,
ভালবাসা পাবার আশায় আমি শুধু পাখা মেলেমেলে ঘুরি ।
ঘুরে ঘুরে
কাছে এসে
খুঁজি তোমার
ফুল ফোটাহৃদয়
তোমার ফুলফোটা হৃদয়
সে যে ফুলফোটা হৃদয় তোমার ফুলফোটা হৃদয় ।
চাই এমন একটি হৃদয় যে হৃদয় ভালবাসা ময়
খুঁজি এমন একটি হৃদয় যে হৃদয়ে ফুলফুটে রয়
আমার আছে সে হৃদয় যে হৃদয় ভালবাসা ময়
সে যে ফুলফোটা হৃদয় আমার ফুলফোটা হৃদয় ।