কি সাহেব, আজ কি হবে না মজুরি?
ঘরে আমার দুধের শিশু
দুধ কিনে দিতে হবে তাকে,
বুকের ব্যথায় অসুস্থ, ঔষুধ না নিলে
কি বলুন খাওয়াব মা ‘কে।
—কিচ্ছু হবে না,
এক রাতে তোর মা মরবে না।
কাল নিসকেনে।
—কাল কেন?
আমার কাজ তো রাখিনি বাকি,
এ কি চললেন কেন? বলুন
আজকের মজুরি এখন দিবেন নাকি ।
—কি ‘রে, রাগলি কেন, মারবি নাকি?
চলে যা অন্য থা,
তোর জীবনে কাজ পাবি না
মরলে ও এথা।
তাই ভাল, দরকার নেই
আজকের মজুরি দেন,
নইলে এই অধমটাকে মাটির মধ্যে
আস্ত পুতে রাখেন।
আ–রে বাপু, কাদসিস কেন?নিসকেনে
কাল সকালে দেব,
ছাড় তো পা, বহুত কাজ
এখন আমি যাব।
সাহেব চলে, চোখে এল জল
জানি, আমি জানি
কালকের সেই সকাল আমার জন্যে
হবে না আর কোন কাল।