বেদনার রং যদি হলুদ হয়
না পাওয়ার রং কি, জানো কি বন্দু ?
কতটা পথ গেলে সমাজ বদলে যায়?
কতটা বৃষ্টি বদলে দেবে হৃদয়ের রং?
হৃদয়ের রং কেমন হয়, জানো কি কেউ?
কতগুলো সূযের পর আবার নতুন সূয হাসবে?
বিশ্ববিদ্যালয় গুলো সবুজে জড়ানো ক্যাম্পাস হবে?
আবৃত্তির সংগঠন হবে, কিছু কবিতা পাগল তরুন হাসবে?
প্রাইমারি স্কুলে বিশাল একটা সবুজ মাঠ থাকবে
শিশুরা হাসবে, দ্দৌড়াবে একটা বলের পেছনে
যেমন আমরা দ্দৌড়াতাম PTI এর মাঠে।
কতটা জোস্নায় ভাসলে বাঙ্গালী আবার বুঝবে
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়য় মানে ইট কাঠের দালান নয়
মেধা আর মননের বসতি, নাটক পাগল তরুনের স্বপ্নবিলাস?
প্রেমিক প্রেমিকার বাদাম চিবানো, কিছু স্বপ্ন ফেরিওয়ালার
স্বপ্ন ফেরি করা, কিছু বোহেমিয়ান উদাসির
অকারনে রাত জাগা, চায়ের আড্ডায়
সমাজ বদলে দেয়ার স্বপ্ন দেখা।
কতটা পথ গেলে বন্দু আবার বাংলা
বাঙ্গালীর হবে?
ক্যানবেরা
১৫/০১/২০১৫