[উৎসর্জন: সব মায়েদের জন্য, যারা সন্তান হারিয়েছেন, হারাচ্ছেন।]
সব মায়েরা এভাবেই কাঁদে।
নারী ছেঁড়া ধন- যতই হোক
পাপিস্ট অথবা ফেরেশতা
যদি পড়ে যায় আজরাইলের ফাঁদে
হৃদয় কুঠুরী বন্ধ হয়ে
অথবা তেলের আগুনে, বোমায়-
সব মায়েরাতো এভাবেই কাঁদে।
[উৎসর্জন: সব মায়েদের জন্য, যারা সন্তান হারিয়েছেন, হারাচ্ছেন।]
সব মায়েরা এভাবেই কাঁদে।
নারী ছেঁড়া ধন- যতই হোক
পাপিস্ট অথবা ফেরেশতা
যদি পড়ে যায় আজরাইলের ফাঁদে
হৃদয় কুঠুরী বন্ধ হয়ে
অথবা তেলের আগুনে, বোমায়-
সব মায়েরাতো এভাবেই কাঁদে।