কবিতা গুলো তবে চুরিই হোয়ে যাক
যে যার মতো কোরে নিয়ে রাখুক পাঁজরের কুঠুরিতে,
আমার আর একটি লাইনেরও দরকার নেই
ঐ আকাশ ফেরত ব্যর্থতা,
হাহাকারের এলেবেলে কাহন
আর বইতে পারিনা ।
বিলবোর্ডে নাম ছাপাবার ইচ্ছে ছিলো না কোনোকালে
তবুও হেঁটে হেঁটে
হতাশার অতোগুলি সিঁড়ি পার করি
কিচ্ছু না হওয়ার ফের একেক রাতে ।
নিঃস্ব হবার বাসনা সেই কবে থেকে
অথচ ঝুলিতে ক’টুকরা বাজে কাগজ ছাড়া
ছিলো না কিছুই, আজো নেই
চারিদিকে এতো শব্দ, এতো প্রাণ, এতো সব এতো’রা
নিভু দূরু অনুচ্চ এ আকুতি
স্মৃতি ঘুরতে না ঘুরতেই ফিকে হয় ।
খুব টের পাই
কারো কিছু এসে যায় না
তবুও
না না
চুরিই হোয়ে যাক
ভালোবাসার মতোই…