বিজয়ের সূর্যোদয়ে

বিজয়ের সূর্যোদয়ে
-শফিক তপন
আমি আবার রুখে দাঁড়াব শোষণের বিরুদ্ধে
এই বাংলার মাটিতে বিজয়ের পতাকা হাতে,
আমায় দেখিবারে তুমি নিত্য প্রতীক্ষায় থেক
এক দিন ফিরব বিজয়ের সূর্যোদয়ের প্রাতে ।

ঘৃণিত শোষকের রচিত অন্যায় ও নির্বিচার
আমার বিজেতা সাহসী সততায় দেব ঢেকে,
সোনার বাংলার পবিত্র পতাকার লাল রঙ
তোমার কপালে কিংবা সিঁথিতে দেব মেখে ।

ঘুষ ও দূর্নীতির যত জঞ্জাল সমাজের রন্দ্রে
বীর বাঙ্গালীরা সততার অস্রে কর পরাভূত,
প্রত্যেকে রুখে দাঁড়াও দুর্নীতির সকল স্তরে
চিহ্নিত দুর্নীতিবাজদের কর এ সমাজ চ্যুত ।

চির সবুজ এদেশটি তোমার ও আমার মা
রাঙাব পরস্পরে ঢেলে যত ভালবাসা বাসি,
আমাদের সকলের নিরন্তর প্রচেষ্টায় নিশ্চয়
আবারও ফুটবে এ মায়ের মুখে মধুর হাসি ।

0.00 avg. rating (0% score) - 0 votes