শুধু ইচ্ছে করে
————————————–
শুধু ইচ্ছে করে গড়ি জীবন তোমার চিরসবুজ মনে,
কাঙ্খিত সেই বাসনা মন মন্দিরে সারাক্ষন অনুরণে ।
তোমার নির্বিকল্প অন্তর আত্মায় কান পেতে নিশ্চল,
মোর অভিযাচিত সুপ্ত চিত্ত মহাসুখে ভরব অবিরল ।
শুধু ইচ্ছে করে তোমায় আমার এবুকের মাঝে রাখি,
মধুর প্রেমের পরশ নিতে শুধু তোমার কাছে থাকি ।
হাওয়া খেতে যাব আমি তোমায় নিয়ে শ্রী বৃন্দাবনে,
ভালবাসার নির্মল ঘর সাজাব স্বপনের এক শুভক্ষণে ।
শুধু ইচ্ছে করে তোমার মনে আমি ভ্রমর হয়ে উড়ি,
তোমার মনের সকল ঘরেই আমি প্রান ভরে ঘুরি ।
আদর সোহাগে রেখে সদা আমি দেব তোমায় সুখ,
যতন করে সাজাব আমি তোমার ভালবাসার মুখ ।
শুধু ইচ্ছে করে রাত নিশীথে সাজাই ফুলেরই বাসর,
সারা জীবন আনন্দে রাঙাই মোদের প্রেমের আসর ।
মায়া-মমতায় জড়ানো ছড়ানো মোদের মধুর স্মৃতি,
সুখে-দুখে মিলে পরস্পরে গড়ব এক নিবিড় সম্প্রীতি ।
শুধু ইচ্ছে করে একই সাথে থাকি বাঁধা আসুক যতই,
আমরা দুটি প্রাণ এক হয়ে মিলে রুধব মোরা ততই ।
তোমার মনের যত ইচ্ছে পূরণ করে কষ্ট দেব মুছে,
বুকের মাঝে আগলে রেখে অহর্নিশি দুঃখ দেব ঘুচে ।