প্রেমহীন স্বপ্নেরা
লেখকঃ কাল্পনিক আমি
মধ্যরাতের স্বপ্নগুলো বড্ড বেশি বেপরোয়া
অনুভূতিহীন বুকের পাজরে তাই স্বপ্নের আর্তনাদ।
রাত্রির অন্ধকারে কাল্পনিক তুমি
বাস্তবের দুর্দমনীয় প্রতাপে ম্রিয়মান মলিন বেশে
অনাভূত তুমি আমার কল্পনাতে
যেন প্রজ্জ্বলিত সিগারেটের বিষাক্ত নিকোটিন।
ক্লান্তিকর একাকী দিনগুলো রাতের অপেক্ষায়
নহ্মত্রের বুকে অযাচিত আলপোনায়
তুমি আর তোমার প্রেম নিভৃত বেদনায়।
প্রেমহীন স্বপ্নরা তাই তোমার কৃতদাস
কংক্রিট কঠিন বাস্তবতা আমার চিত্কার।
স্বপ্নহীন আস্ফোলনে তোমার চিত্রকর্ম
অপেক্ষার বিবর্ন মুহূর্তগুলো আমার একেকীত্ব।
তবু ভালোবাসার বাক্সবন্দী স্বপ্নগুলো
বাস্তবিক প্রেমশূণ্য় তোমার স্মৃতি
প্রেমহীন আলমিরায় সৌন্দর্য্যবর্ধক শোপিচ।
nice line
মন্তব্যের জন্য ধন্যবাদ।