আল্লাহ-রাসূল দুজনের বসত মোর হিয়ার মাঝে,
জায়নামাজে ডাকিযে বসে সকাল দুপুর সাঁঝে ।
মাওলার প্রেমে মজনু হয়ে আমি কাঁদি রাতদিন,
নামাজ আদায় কোরান পড়ে ঘুচাই জন্মের ঋণ ।
খোদার প্রেমে বেহুশ হয়ে মাতাল হইযে আমি,
তুমিই মোর জীবন মরণ প্রানের চেয়েও দামী ।
আল্লাহর নামের জিকিরে জীবন দেই কোরবানী,
মনে প্রাণে তোমায়যে আমি মাবুদ বলে জানি ।
আল্লাহু আল্লাহু আল্লাহু হে মাওলা আমার জান,
তোমার পায়েই সপে দিলাম এই দেহ মন প্রাণ ।
তুমি আমায় সৃষ্টি করে এই জীবন করলে দান,
আল্লাহু আল্লাহু আল্লাহু হে আল্লাহ মেহেরবান ।