কতদিন দেখিনা আমি
আমার মায়ের মুখ,
তাঁহারে ঘিরিয়া রচে
আমার বাঁচিবার সুখ ।
এইখানে হিয়ার মাঝে
অনেক যতন করিয়া,
রাখি তাঁহারে নিশ্চিন্তে
স্মরি সারাবেলা ধরিয়া ।
কতদিন দেখিনা আমি
আমার মায়ের মুখ,
তাঁহারে ঘিরিয়া রচে
আমার বাঁচিবার সুখ ।
এইখানে হিয়ার মাঝে
অনেক যতন করিয়া,
রাখি তাঁহারে নিশ্চিন্তে
স্মরি সারাবেলা ধরিয়া ।
ভাল লেগেছে।