অপেক্ষা

সেদিন এক সত্যের মুখোমুখি দাঁড়িয়ে
ছোট্র প্রশ্নের মুখোমুখি যখন
অসহায় আমি এক পথিক।
একহাতে ফুল;অন্য হাতে বিচ্ছিন্ন কাঁটা
মুখোমুখি দাঁড়িয়ে প্রিয় চেনা মুখ,
অসহায়,অচেনা ভঙ্গিমায়। বলেছে আমায়-
কোন একটি নাও;নইলে ফিরিয়ে দাও।
কি বলছ? প্রশ্ন করোনা
সাদা কপোল যেন রক্ত বর্ণ তার
অধর কাঁপছে সাপের ফণার মতো বারবার।
কোন অজানা সত্য যেন লুকাচ্ছে! তাই
অনভস্ত কৃত্রিম হাসি দেহে ফুটাতে চাচ্ছে।
দ্রুত বলো;দয়া করে গ্রহণ করো
বলেছে সে বারবার।
চিত্রপটে খেলা করে মোর কিছুটা ভয়
কোনটা ছেড়ে নিবো কোনটা
পরে যদি ক্ষতি হয়।
দ্রুত নাও ; নইলে ফিরিয়ে দাও।বুঝলাম-
ফুল নিলে দ্রুত ঝড়ে যাবে
কাঁটা নিলে সাড়া জীবন হৃদয়ে বিধে রবে।
আর যদি ফিরিয়ে দেই? বুঝলাম-
দামী স্বর্ণ কালারের জন্ডিস রোগটা
মোর প্রিয়সির লিভারটাকে ধ্বংস করে দিবে।
দ্রুত বললাম;কাঁটা পেতে চাই
প্রিয়সি কিছুই না দিয়ে চলে গেল,
ঠাঁয় দাঁড়িয়ে রইলাম সেথায় জীবন ভর।
ফিরে আসেনি কখনো আর। তবুও
চিরদিন অপেক্ষায় থাকবো তার।
উদ্দেশ্য-তিথী

0.00 avg. rating (0% score) - 0 votes