কি এমন তাড়া ছিলো বন্দু

সবার আগে তুই চলে গেলি

কতইবা বয়শ হয়েছিলো আমাদের

সদ্য বিশ্ববিদ্যালয় ছেড়ে আসা বেকার জীবন

এখানে ওখানে ঘুরে বেড়ানো

“আগুন মোড়ের” চায়ের দোকানে তুমুল আডডা

ডাক্তারের দোকানে অলস সময় কাটানো

আর দেশ জাতি সমাজ উদবার করা।

 

মনেকি পরে সেই প্রথম মাতাল হওয়ার কথা ?

মুক্তারপুর থেকে বিয়ার কিনে ধলেশ্বরীর পাশে মাতাল হওয়ার চেস্টা।

কত স্মৃতি ছিলো আমাদের কত সুখ গাথা।

মিঠুর বাসায় তাসের অডডা ভেঙ্গে

মাঝ রাতে সিগারেটে আগুন জালিয়ে

অকারনেই কৃষি ব্যাংকের মোড়ে বসে থাকা।

 

কি এমন তাড়া ছিলো বনধু?

যৌবনে স্বপ্ন ছিলো শ্রেনীহিন সমাজের

কোন সমাজে, কেমন আছিস এখন?

টুটুর সাথে কি দেখা হয়?

শুনেছি ও চলে গেছে তোর সমাজে

যাকে কোন দিনই বলা হলোনা সেইকথা।

অতিমাতরায় বিপ্লবী ছাড়া ধমের ব্যবধান

সেকি ভঙ্গা এত সহজ।

জানিনা কেমন আছিস কোথায় আছিস

তারা হয়ে জ্বলে থাকিস ধলেশ্বরীর আকাশে

যেমন ঘুমিয়ে আছিস এ নদীর পাড়।

 

 

২৩/০৭/২০১৪

ক্যানবেরা

 

0.00 avg. rating (0% score) - 0 votes