রনক জামানের ২ টি কবিতা

তোমাকে বিষণ্ণ দেখালে… 

 

তোমাকে বিষণ্ণ দেখালে মনে হয় গতকালও পৃথিবী সুন্দর ছিল।

প্রিয় সব ফুল যেন ফুটতে ভুলে গেছে। কিছু ধারালো রোদ এসে

যেন বিরক্ত করছে তোমার ঘুমন্ত মুখটাকে…

 

তোমাকে দুঃখিত দেখালে মনে হয় আগামীকাল বলে কিছু নেই।

ব্যর্থ হয়ে যায় পৃথিবীর সমস্ত নীল, যেন মনে হয় তোমার সাথে

ভাঙ্গছে সবটুকু আকাশ আজ পুরোটা রাত্রিজুড়ে…

 

দুঃখিত হবার মতন সহজ আর কী আছে বালিকা?

বরং তুমি হেসে দেখাও! তুমি হেসে দিলে মনে হয় জিতে গেছ

পৃথিবীর সমস্ত আলো, সবক’টা ভোর, পুরোটা আকাশ…

 

অতিকল্পনা

 

মুখে মুখে আমার নাম ধরে তোমার না ডাকলেও চলবে…

 

যতবার  মনে মনে ডাকো ‘রনক’ বলে, আমি শুনে ফেলি।

বলি, ‘ভুল করে ডাকলে বুঝি?’

 

তুমি নিরুত্তর তখন। তুমি চুপচাপ। যেন ঘুমাচ্ছ ভীষণ…

 

আমি সেই নিরুত্তর জবাবের ফাঁকা জায়গাটুকু সাজাই

নিজের মত করে, প্রতিবার…

 

 উৎসর্গঅভ্রনীল অংশুকে

0.00 avg. rating (0% score) - 0 votes