সততা গেছে নির্বাসনে

মিথ্যার ডামাডোলে আজ জগত ভরা
সততা গেছে নির্বাসনে
মানুষ নীরব ক্রন্দনে
হয়ে গেছে নির্বাক,নিথর,দিশেহারা।

প্রেম ভালোবাসা সবই যেন অসার
নেই আর কারো মূল্যবোধ
সবার মনে হিংসা ক্রোধ
জমেছে যেন শুধু বিষ হদয়ে সবার।

স্বজন খুঁয়ে মানুষ কাঁদে অহর্নিশি
গুম হয় সে পথে ঘাটে
মানুষ কেনাবেচা এ হাটে
দিনে দিনে তাই উবে গেছে মানব হাসি।

যে বিজ্ঞান এসেছে মানুষের কল্যাণে
ফোন ফেইসবুক টুইটার
সমাজে ফেলেছে আঁধার
নানা কুকর্ম চালায় সেথা ইতরজনে।

দীনের কান্না অভাব, হৃদয় জ্বালা
এসব নাকি কল্পকথা
কে বুঝাবে কি অসহ ব্যথা
আবেগের মূল্য নেই শুধু অবহেলা।

রচনাকাল:২০১২

0.00 avg. rating (0% score) - 0 votes