যতই দেখি তোমাকে

যতই দেখি তোমাকে । শফিক তপন
——————————-
আমি যতবারই দেখি তোমাকে
মনের অজান্তেই হয়ে যাই মুগ্ধ,
আমি যতবারই ভাবি তোমাকে
প্রেমের অনলে পুড়ে হই শুদ্ধ ।

তুমি যে আমার প্রানাধিক প্রিয়
শুধু এই কথাটি আছে কহিবার,
তব জীবনে মরণে শয়নে স্বপনে
মম জনমের সাধ পাশে রহিবার ।

ভালযে বাসি অনেক ভালবাসি
একথাটি কখনো বলিবনা আর,
আমায় কত ভালোবেসে ছিলে
অবকাশ নেই আজ জানিবার ।

মনে প্রানে ভালবাসি তোমায়
দিবানিশি সেই চিন্তায় ব্যাকুল,
তারই বীজ মম হৃদয়ে গজায়
সেথায় ফোটে প্রেমের মুকুল ।

0.00 avg. rating (0% score) - 0 votes