সেই মুক্ত মধুর লগনে । শফিক তপন
আমরা কজন কচি কাঁচা নিয়ে এসে সিডনী
বায়ু বন্দরের এক পাশে অপূর্ব পড়ন্ত বেলায়,
কেহবা বসে বা দাঁড়িয়ে উচ্ছলতায় হারিয়ে
মুক্ত বায়ু সেবনে মেতেছিলাম এক খেলায় ।
হটাৎ অঝোড় বর্ষণে সবই যেন হল ভণ্ডুল
ফিরলাম বিষণ্ণ মনে সকলেই যে যার বাড়ী,
এমন মুক্ত মধুর লগন ফেলে ছেড়ে যেতে
মন মোর কাঁদে চালাতে পারছিলামনা গাড়ী ।
পরের দিন গেলাম আবার ক্রুনালা সৈকতে
অর্ধ নগ্ন জল পরীরা সমুদ্রে সাতার কাটে,
জনকোলাহল মুখরিত সিডনী ছেড়ে ফিরে
নীরব ক্যানবেরাতে যেতে যেন বুক ফাটে ।