শিরনামহিন

কিছু লিখতে ইচ্ছে করে

কিছু বলতে ইচ্ছে করে

কিছু সৃস্টির সাধ জাগে

কিছু ভালোবাসা পেতে ইচ্ছে করে।

 

কিছু আগামীর প্রত্যাশী আমি

সুন্দর একটা দিন চাই আমি

চাই কতো গুলো সুবাশিত বসন্ত

সুন্দর একটা প্রভাত।

 

একটা বিস্তৃত সমুদ্র বেলাভূমি চাই

আর চাই সেখানে তোমাকে

চাই একটা ছোট্ট খনিকের চুম্বন

দুটি যুগল ঠোট একতৃত সেখান,

একই বৃত্তে গেথেথাকা দুটি শরীর

যেনো কতো আকাক্ষিত পাওয়া।

 

অনেক কাল পর- আমি চাইবো তোমাকে

সমুদ্রের সেই বেলাভূমিতে

আমি তোমাকে আবার দেখবো দাড়িয়ে

অদম্য বাসনায় শাড়ীর আচল আকাশ ছুতেচাবে

আর আমি দেখবো তোমাকে।

রচনাঃ মুনশিগঞ্জ

১১/০২/১৯৮৯

রাত ১০টা

0.00 avg. rating (0% score) - 0 votes