অপেক্ষা

অপলক চোখে আমি তাকিয়ে ছিলাম

তোমার বিথীকা পানে

চারিদিক নিস্তব্দ নিস্তরঙ্গ

দুরে বহূদূরে বাতাসে খোলা চুলে তুমি

বিথীকার একপ্রান্তে আমি।

 

পৃথিবীর উন্মাদনা কিছুটা থিতিয়ে এসেছে

উপসাগরে মাইন ফাটেনা

প্যালেস্টাইনের বজ্ মুন্থিত আওযাজ

যেনো রক্তের স্রোতে ভাসছে

নভেম্বরের বাংলা, এখন শান্ত

মায়ানমার উত্তাল প্রদিপটা যেনো নিবুনিবু করছে।

অথচ আমি – নিস্তেজ প্রানহীন দেহ মাত্র।

শুধু অপেক্ষা শুধুই অপেক্ষা

কবে শেষ হবে এই পথচলার?

 

রচনাঃ মুনশিগঞ্জ

১/১০/১৯৮৮

0.00 avg. rating (0% score) - 0 votes