কল্পনাগুলো কেদে বেড়ায়
যখন স্বপ্নগুলোর মৃত্যু হয়
অশ্রুগুলো পাত্রপূর্নতা পায়
যখন কষ্টগুলো পাহাড় হয়।
সুখগুলো ডানা হারায়
যখন দু:খগুলো ছোয়া পায়
স্মৃতিগুলো ভেসে বেড়ায়
যখন নিজের মাঝে শূর্নতা পায়।
আশাগুলো উড়ে যায়
যখন হতাশা ফিরে পায়।
কল্পনাগুলো কেদে বেড়ায়
যখন স্বপ্নগুলোর মৃত্যু হয়
অশ্রুগুলো পাত্রপূর্নতা পায়
যখন কষ্টগুলো পাহাড় হয়।
সুখগুলো ডানা হারায়
যখন দু:খগুলো ছোয়া পায়
স্মৃতিগুলো ভেসে বেড়ায়
যখন নিজের মাঝে শূর্নতা পায়।
আশাগুলো উড়ে যায়
যখন হতাশা ফিরে পায়।
লেখা ইউনিকোডে নিয়ে পোষ্ট দেবেন। লেখা কনভার্ড করার সাইট http://bnwebtools.sourceforge.net/