হতাশা

কল্পনাগুলো কেদে বেড়ায়
যখন স্বপ্নগুলোর মৃত্যু হয়
অশ্রুগুলো পাত্রপূর্নতা পায়
যখন কষ্টগুলো পাহাড় হয়।
সুখগুলো ডানা হারায়
যখন দু:খগুলো ছোয়া পায়
স্মৃতিগুলো ভেসে বেড়ায়
যখন নিজের মাঝে শূর্নতা পায়।
আশাগুলো উড়ে যায়
যখন হতাশা ফিরে পায়।

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “হতাশা

Comments are closed.