একা নই

কেন জানি নিজেকে খুব একা মনে হয়
কতটা দিন তুমিহীন এই আমি
একাকী সুতাহীন ঘুড়ির মতো উড়ে বেড়ায়
বুঝতে পারিনি ঠিকানা কোথায়?
কোথায় পড়বে আমার অচেতন ঘুড়ি
যখন তোমার যাদুমাখা মুখখানি
মনে আয়নায় ভেসে উঠে
মনে হয় আমি একা নই
এই তো তুমি আমি হেটে চলেছি
পাহাড়ের পাদদেশ হয়ে, সাগরের সৈকত ধরে
শূন্যবুক পুন হয় তোমার ভালোবাসায়
হাতাশা আর আমাকে পিছু টানে না
নীজেকে আর একা মনে হয় না
ভাবি একা হবো কেন?
ভালোবাসা আছে, আছে আমার পৃথিবী

0.00 avg. rating (0% score) - 0 votes