জন বন্ধু

জন বন্ধু । শফিক তপন

লেগেছে রঙ ঐতো পুঞ্জ পল্লবে
বেজেছে যে সুর তারই মর্মরে,
সেজেছে গাঁয়ের বধু নব রুপে
দুলিছে হংস মিথুন সরোবরে ।

সোনার মত মোদের এই দেশে
প্রতি গৃহে জ্বালো সুখ-আলো,
না ভাবিয়া কে আপন কে পর
ভাবো দেশ ও দশের ভালো ।

কোথায় দেশ প্রেমিক সেই নেতা
চোখের জল যে মুছতে পারে,
কে সে জনতার তরে বন্ধু সম
দেশ সেবায় দাঁড়াবে নির্বিচারে ?

জেগেছে আম জনতা হুঁশিয়ার
দুর্নীতিবাজরা আজ দূরে থাকো,
এসো নতুন জন বন্ধু নেতারা
গলা বাজিকে আজ দূরে রাখো ।

এ যুগের তালে দুর্নীতি নির্মূলে
সংবিধানকে সুসংগঠিত করো,
জন বন্ধু রুপে জনগনের সুখে
দেশ গড়ো এই দেশই বড়ো ।

0.00 avg. rating (0% score) - 0 votes