ভ্রমরারে তুই করিস কি আর
বলিস কি ফুলের কানে কানে,
কেউ জানে না কেউ বুঝেনা
তুই জানিস আর সে জানে ।
কুঞ্জ কাননে তুই ঘুরে ফিরে
লুটিয়ে পড়িস ফুলের কোলে,
গুনগুন তোর প্রেমের কথায়
দোলে রে বনের ফুল দোলে ।
গেঁথেরে অনেক কথার মালা
মনে প্রাণে ভালবাসিস যারে,
সয়েযে হাজার কাঁটার জ্বালা
ভুলে যাস তুই তবুও তারে ।
মধুর এক নেশায় বাঁধিস ঘর
থাকিস দূরে তুই ফুল ভুলে,
ভ্রমর হয়েও বুঝিসনারে মন
তবুওতো ঘুরিস ফুলে ফুলে ।
প্রেমিক মন ভ্রমর হয়ে সদা
খুঁজে ফিরে ফুলের মত মন,
সারা জীবন চোখের তারায়
ভাসে ফুল-রুপ আপন জন ।