||ময়নার উত্তরণ ||——• মুহাম্মদ লিটন ইসলাম জাহান তোমার স্বপ্নে ভরা, জাতক হয়ে উড়বে তুমি, জাগরণের উদ্ভাবনে। নবীন হয়ে গাইবে তুমি, নব উদ্যমের উত্তরণে, নরক বাজির সাম্য গানে। নাগর পাখি আঁকতে যাবে, নানা মুখের নানান রঙ, নাতি শীতল প্রখর প্রাণ। তত তাতে বুনবে কাঁথা, তটের তীরে বলবো কথা, তর সহে না গাইতে গাঁথা। উটের পিঠে স্বপ্ন তবে, উল্টো পথে ফিরবে সবে, উড়াল পাখির গনগগণে। লটন তোমার ডাকে আবার, ল কবিতায় লিখবে লিখা, লব লবি, লব লবালি। ফেরার কথা তোমার ছিল, ফেলে রাখা স্বপ্ন গুলো, ফেরার কালে কুলকুলিয়ে। রঙিন ছোয়ায় রঙ লাগিয়ে, রসাতলে হিজল ফুলে, রবিন সুরে ডাকবে নীড়ে। দোলন চাঁপায় দোলনা খেয়ে, দোষের আগুন মুছে ফেলে, দো কাল পথে ফিরবে ফিরে। সিরামিকের কথ্য শুনে, সিসার নেশায় স্বপ্ন দুলে, সিপাই দলে রাখবে কুলে। মম ফুলের মাধুরী, ময়না পাখির সাদরে, মহীয়ান তব ঘরে। অসীম কুলে স্বপ্ন বিলে, অকাল মিলে ছন্দ তালে, অভিজাতী অক্ষরে। না ফেরা হয় না যেন, নারী তোমার বিহ্বলে, নাজুক পাওয়া, পাওনা ছলে।