আমি কেন চুপ হয়ে থাকি তুমি কেন
কিছু বলনা,
ভেবেছিলাম দূরত্ব বাড়ায় বন্ধুত্ব নাকি করে শুধু
ছলনা?
দেখিনি সেদিনও তোমায়, ছিলে এক বন্দি দশায়
সেখানে
আমি কি ছিলাম স্বাধীনতা, এখনও মনে পোড়ায়
যেখানে।
আমি যদি খাতা হতাম অথবা ছেড়া পাতার গল্প
তুমি কি লিখতে ছন্দ কালো কালিতে
অল্পস্বল্প?
দিন পেরিয়ে মাস, বছর হয়ে গেল তবু কেন যে
তুমি এলেনা,
আসলে আমি কি থাকি তোমার খোঁজে?
এ-কি বন্ধুত্ব নাকি ছলনা।