যখন তুমি সেজেছিলে, আপন মনের রঙ-এ,
আপন মানুষ বলেছিল লাগছে ভালোই ঢঙ-এ
এই না হলে তোমার মতো মেয়েকে কে দেখে,
তোমার মতো ছন্দ নিয়ে কেউ কবিতা লেখে?
তারচেয়ে বরং শেখো কিছু নতুন কোনো ভাবে
নতুনভাবে শুরু কোরো, জীবন ভালোই যাবে।
কি লাভ বলো, অহেতুক এই কৌতূহলের দৃষ্টি,
ছাই উড়িয়ে পাওয়া কি যায় অমূল্য এক সৃষ্টি?