অহেতুক

স্বার্থ ছাড়া সব অহেতুক

অনেক হেতুর ভীড়ে,

আপন মনের খেয়াল হলে

তবেই মানুষ ফেরে

কারণটা কি বুঝতে পারো?

যে যার মতোই চলে

ইচ্ছে হলেই মানুষ কি তাই

মনের কথা বলে?

আবার যদি কষ্ট লাগে

শিক্ষা মানুষ পায়,

তবুও কেন অনেক কথাই

মানুষ বলতে চায়?

সব অহেতুক? কারণ ছাড়া,

মানুষ রূপে লুকিয়ে যারা,

নিজের শিক্ষা হলেই মানুষ

তবেই শিখতে চায়,

মিথ্যে কথা বলে কি কেউ

মনের মানুষ পায়?

5.00 avg. rating (98% score) - 1 vote

One thought on “অহেতুক

Comments are closed.