আকাশ জোড়া মেঘ করেছে, রোদের দেখা নাই,
রোদ গিয়েছে বর্ষা দিনে,
সূর্য দেখায় ক্ষণিক দেখা, চিলের বাড়ির কাছেই
একা,
দূর থেকে তাই একটু দেখা, রোদের ছাতায় তাই,
বর্ষা দিনের ছাতা এখন কোথায় খুঁজে পাই?
আকাশ জোড়া মেঘ করেছে, রোদের দেখা নাই,
রোদ গিয়েছে বর্ষা দিনে,
সূর্য দেখায় ক্ষণিক দেখা, চিলের বাড়ির কাছেই
একা,
দূর থেকে তাই একটু দেখা, রোদের ছাতায় তাই,
বর্ষা দিনের ছাতা এখন কোথায় খুঁজে পাই?
আমাদের এখানে কিন্তু বসন্তের মিষ্টি রোদ।