হয়তো সে রক্তিম আভা, অস্তকালের ছবি,
বয়ে চলা নদীর মতোই চলছে নিরবধি,
রোদ্র ছায়ার কবিতা লিখে হতে চায় কবি।
হয়তো সে গারো পাহাড়, মাটির কাছে ধন্য,
এজন্য কি চলতে মানা, কারণটা কি যায় না জানা,
দূর আকাশের মেঘমালা সব হয়তো তারই জন্য।
হয়তো সে রক্তিম আভা, অস্তকালের ছবি,
বয়ে চলা নদীর মতোই চলছে নিরবধি,
রোদ্র ছায়ার কবিতা লিখে হতে চায় কবি।
হয়তো সে গারো পাহাড়, মাটির কাছে ধন্য,
এজন্য কি চলতে মানা, কারণটা কি যায় না জানা,
দূর আকাশের মেঘমালা সব হয়তো তারই জন্য।
হয়তো সে কবির ব্যাপারে কিছু না জেনেই অনুমান করে।