শেষের চাওয়া
আশিক ফয়সাল।
কোন বিকেলে থামবে জীবন,
কখন নেব বিদায়
ফুরিয়ে যাওয়ার আসলে সময়
আমার বলো কি দায়?
রশ্মি শেষে থামবে জীবন
করবে বরণ মরণ
এই ভুবনে পড়বে না আর
আমার দুটো চরণ।
জন্ম থেকে চোখের পলক
পড়ে ক্রমাগত
শেষের পলক পড়লে চোখের
প্রাণটা হবে গত।
সুখের স্মৃতির মায়া জালের
সূক্ষ্ম সকল রশি
এক নিমেষে ছিন্ন হবে
পড়বে ঝরে খসি ।
সঞ্চিত সব ব্যাথা যতো
আমার থেকে পাওয়া
বিদায় ক্ষণে ভুলে যেও
এটাই শেষের চাওয়া।