ধারাবাহিকতা

কি সুন্দর এই পৃথিবী! উপর থেকে দেখায় ভাঙ্গা কাঁচের মত,
অনেক অনেক দৃঢ়তা এবং দূর্বলতা ধরে রাখে সে,
কি পরিমান শক্তি সে সঞ্চয় করে, একটি দিন যখন শেষ হয়?
সেই ধারাবাহিকতায়, কিন্তু খুব উল্টো কিছুতে নয়।

5.00 avg. rating (98% score) - 1 vote

Leave a comment