পুরনো সব কবিতাগুলো থাক পড়ে, নতুন নতুন কবিতাগুলো যাক মরে, তবুও আমি লিখব না
দেখবে যখন অনে–ক সময় পেরিয়ে যাবে, সূর্য ডোবার আগেই যখন সন্ধ্যা হবে, সেই কবিতা লিখব না,
হলদে খামে জড়িয়ে থাকুক লেখাগুলো, থাক পড়ে এই অলস সময়, সকাল–দুপুর,
পেরিয়ে যাক তিতির পাখির ডাক ছেড়ে, কবিতাগুলো থাক পড়ে, যায় মরে।