আত্মপ্রকাশ – মোঃ রাকিবুল হাসান রাকিব
কাঁদবো বলে পৃথিবীতে আসি নাই,
হেরে যেতে পথ চলি না।
যুদ্ধে পালাব ভেবে হাতে ধারালো অস্ত্র তুলি নাই।
অন্যের সম্পদ হরন করতে রাজনীতি করি না।
লোকোসমাজ কটুকথা বলবে এজন্য স্ব-সিদ্ধান্ত চেইন্জ করি না।
হৃদয় কে ছোট করে রাখি নাই।
একদিন সফল হবো ভেবে আজও বসে আছি ব্যাপারটা এমন নয়।
আমি বিশ্বাস করি, আমার জন্ম-ই পরিবর্তনের লক্ষ্যে সফলতা। আমি সফলতার তেজস্ক্রিয় রশ্মি যা প্রতিনিয়ত বিকিরন নামক সফলতা জন্ম দেয়।
কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ করে আমার জন্ম, আমি যোদ্ধা।।
আমি আলির সেই তরবারির ধ্বনি, ওয়ালিদের ঘোড়া। ওমরের হুংকার সালাউদ্দিনের ঝংকার। আমার আক্রমণে শত্রুপক্ষ শঙ্কা’র।।