সবুজ পৃথিবী

সবুজ পৃথিবী‎

— কবি রহমত উল্লাহ

নদী গর্জে ওঠে, পাহাড় চুপ থাকে,

‎গাছেরা দাঁড়িয়ে আকাশে হাত রাখে।‎

সবুজে ভরা ছিলো এই পৃথিবী,‎

মানুষের ছোঁয়ায় ক্ষীণ এখন সব কিছুই।‎‎

পাখির কণ্ঠে ছিল মিষ্টি মধুর সুর,‎

মানুষ করেছে তাদের প্রাণটা চুর।

‎বনজঙ্গল ছিলো তাদের ঘর,‎

কেটে ফেলেছি সব, তবুও নেই কোনো ত্রুটি দর।‎‎

প্রকৃতির কাছে হাত জোড় করে বলি,‎

এই পৃথিবীকে দাও আরো বেশি ভালবাসার ছোঁয়া,‎

মানব হৃদয়ে আনো একটু উষ্ণ অনুভূতি,‎

সবুজের পথে চলুক সবার প্রিয় মায়ার গহিন বয়ে।

0.00 avg. rating (0% score) - 0 votes