হনুমানকে নিয়ে লেখা কবিতা

জয় জয় জয় হনুমান
জয় জয় জয় হনুমান।
জয় জয় রামভক্ত পবনপুত্র
জয় জয় অঞ্জনাপুত্র।

সকল প্রকার বিপদ থেকে
তুমি মোদের রক্ষা করো।
তুমি মহাবীর বজরংবলী
তুমি মোদের রক্ষা করো।

যে ভালোবাসে তোমাকে
তুমি ভালোবাসো তাকে।
তোমার কৃপা যে পেয়েছে
জীবন তার ধন্য হয়েছে।

তোমার নাম-গানে যে
সদাই বিভোর থাকে।
তোমার আশীর্বাদ সদাই তো
সে পেয়ে থাকে।

জয় জয় হনুমান
জয় জয় হনুমান।
জয় জয় শিবের অবতার পবননন্দন
জয় জয় অঞ্জনানন্দন।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৩১/১০/২০২৪

0.00 avg. rating (0% score) - 0 votes