মন তুমি শুধু শিব বলো, মন তুমি শুধু শিব বলো,
শিব বলে বলে আনন্দেতে শিব নামে ডুবে থাকো।
শিব নিজেই দুর্গা কালী, শিব নিজেই ব্রহ্মা হরি,
শিব বলে বলে আনন্দেতে শিব নামে ডুবে থাকো।
এই জগৎ শিবময়, সবকিছু শিবময়,
শিব কৈলাস চূড়ায় যেমন আছেন, মোদের সবার মনে তেমন আছেন।
যে জন শিবকে ভালোবাসে, শিবের পুজো করে,
জীবন শেষে সে জন শিবলোকে বাস করে।
মন তুমি শুধু শিব বলো, শিবের নাম গান করো,
শিবের কথা শুধু ভাবো, ॐ নমঃ শিবায় মন্ত্র জপ করো।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৩১/১০/২০২৪