শিব তুমি আমার মাতা পিতা
শিব তুমি আমার আশা ভরসা।
আমায় শক্তি দাও সাহস দাও
জ্ঞান দাও বুদ্ধি দাও।
তুমি উগ্ৰ তুমি রুদ্র
তুমি আবার বীরভদ্র।
ॐ নমঃ শিবায় ॐ নমঃ শিবায়
ॐ নমঃ শিবায় ।
তুমি আমার ব্যথা বেদনা
তুমি আমার হাসি কান্না।
তুমি আমার কালী বিষ্ণু ব্রহ্মা
তুমি আমার ভালোবাসা।
আমাকে বাঁচাও তুমি
সকল বিপদ থেকে।
আমাকে বাঁচাও তুমি হে হরি
সকল শত্রু থেকে।
জয় বাবা ভূতেশ
জয় বাবা উমেশ।
জয় বাবা কৈলাসপতি
জয় বাবা উমাপতি।
জয় বাবা গিরিশ্বর
জয় বাবা মহেশ্বর।
জয় বাবা ভক্তবৎসল
জয় বাবা মহাকাল।
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৮/১০/২০২৪