মহাদেবকে নিয়ে লেখা কবিতা

জয় জয় জয় শিবাপ্রিয়
জয় জয় জয় সামপ্রিয়।
জয় জয় মহাদেব আদিদেব
জয় জয় দেবাদিদেব।

কৃষ্ণ নিজেই মহাদেব
রাধা নিজেই মহাদেব।
কালী নিজেই মহাদেব
দুর্গা নিজেই মহাদেব।
জয় জয় শিব শম্ভু কেদারনাথ
জয় জয় অমরনাথ।

জয় জয় শরভেশ্বর
জয় জয় শিব মহেশ্বর।
জয় জয় চন্দ্রমৌলি
জয় জয় কৈলাসবাসী।
জয় জয় জটাধর গঙ্গাধর
জয় জয় শিব কঠোর।

জয় জয় পিনাকপাণি
জয় জয় উমাপতি।
জয় জয় মহাদেব
জয় জয় বামদেব।
জয় জয় উগ্ৰ রুদ্র
জয় জয় বীরভদ্র।

মহাদেব নিজেই গগন
মহাদেব নিজেই পবন।
মহাদেব নিজেই পাথার
মহাদেব নিজেই পাহাড়।
জয় জয় শিব শঙ্কর রামেশ্বর
জয় জয় নাগেশ্বর।

দেবদেব নিজেই নির্ঝর
দেবদেব নিজেই ঝড়।
দেবদেব নিজেই তটিনী
দেবদেব নিজেই ধরণী।
জয় জয় বিশ্বনাথ তুঙ্গনাথ
জয় জয় অম্বরনাথ।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৮/১০/২০২৪

0.00 avg. rating (0% score) - 0 votes