হরি নামে নাচো মন
হরি নামে কাঁদো মন
বলো মন শুধু হরি হরি ।।
যে হরি সে রাধা
যে রাধা সে হরি
বলো মন নেচে হরি হরি ।।
যে হরি সে শিব
যে শিব সে হরি
বলো মন নেচে হরি হরি ।।
যে হরি সে কালী
যে কালী সে হরি
বলো মন নেচে হরি হরি ।।
হরি নাম মহানাম
জগতের মহানাম
বলো মন নেচে হরি হরি ।।
হরি নামে হরি আছেন
হরি আছেন হরি নামে
বলো মন নেচে হরি হরি ।।
হরি হরি বলো শুধু
হরি হরি বলো শুধু
বলো মন শুধু হরি হরি ।।
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৫/১০/২০২৪