আমি কবি

আমি কবি,

দুটো পাতায় কটা লাইন এদিক ওদিক সাজিয়ে

বেশ গর্ব নিয়ে ভাবছিলাম এইতো বেশ একটা কবিতা ।

দুলাইন পর পর শব্দগুলো কেমন মিলিয়ে লিখেছি ।

এমন সুন্দর ছন্দ কিছুতেই মন্দ হতে পারে না ।

আমি কবি,

আমি কবিতা লেখার আনন্দে আত্মহারা হয়ে

ভেবেছি আমার ছন্নছাড়া জীবনে কবিতাই সম্বল ।

আমি কবিতার জন্য, কবিতা আমার জন্য ।

কবিতা ছাড়া আমি বাঁচবোনা ।

আমি কবি,

আমি আমাকে লিখি কবিতায়,

লিখি ঐ নদী,গাছ,পাখি আরো যা লেখা যায় ।

আমি বর্ষা লিখি, লিখি শরৎ, লিখি বসন্ত ।

শুধু কবিতা আমি তোমাকে লিখিনা ।

0.00 avg. rating (0% score) - 0 votes