কবি রহমত উল্লাহ
ভালোবাসার আলো মিটে মিটে জ্বলে,
যতবার তুমি চোখের পলক ফেলে।
আমার হৃদয়ে জ্বেলে দাও আলোর প্রদীপ,
যেখানে কেবল তুমি আর আমি থাকবো।
প্রেমের এই আলোর মাঝে খুঁজে পাবো,
আমাদের ছোট্ট সুখের সব গল্প।
প্রতিটি হাসিতে, প্রতিটি কান্নায়,
একটিমাত্র অনুভূতি—তুমি আমার কাছে।
যখন রাত নেমে আসে, আমি হারিয়ে যাই,
তোমার স্মৃতিতে, অন্ধকারে আমি সাজাই।
তুমি আমার স্বপ্ন, তুমি আমার প্রিয়,
তোমার ছোঁয়ায় আমি বাঁচবো চিরকাল।
দূরত্ব থাকলেও, মনে রেখো,
প্রেমের স্রোত কখনো থামে না।
যতদূরই থাকি, যতদিনই বাঁচি,
তোমার জন্য, আমার প্রেম,
আমি থাকবো সত্যি।