তোমার জন্য আমি সবসময়ই থাকবো,
দূরত্বে বা নৈকট্যে, সবসময় প্রেমে।
হৃদয় খুলে রাখবো অপেক্ষায়,
যতক্ষণ না তুমি আমার কাছে আসো।
প্রেমের নদী গড়ে উঠবে আমাদের মাঝে,
তুমি হলে স্রোত, আমি হলাম জল।
শব্দে নয়, অনুভূতিতে কথা বলবো,
আমাদের প্রেমের গাঁথা হবে অমল।
কখনও যদি দূরত্ব এসে দাঁড়ায়,মনে রেখো,
প্রেমের বাঁধন মুছে যাবে না।
তুমি আমার চাঁদ, আমি তোমার রাত,
এই প্রেমে হারাবো না কখনো আশা।
তুমি আসলে সব কিছু বদলে যাবে,
রোদ ও বৃষ্টির গন্ধে মিলবে মিশে।
বাঁশির সুরে, গানের তাল মিলিয়ে,ভালোবেসে উঠবো আমরা, সকল কষ্ট ভুলিয়ে।
তোমার জন্য, আমি প্রতিদিন অপেক্ষা করবো,বাতাসে তোমার নাম লিখে রাখবো।
হৃদয়ে প্রেমের দীপ জ্বেলে রাখবো,জীবনের প্রতিটি মুহূর্তে তোমাকে খুঁজে পাবো।