সফলতা ও ব্যর্থতার পরিধান

তুমি সফল হলে, ছেড়া জামাটাও একদিন হবে ইতিহাস,

কত সংগ্রামের সাক্ষী,

কত অশ্রু, কত হাসি,মানুষ বলবে, “এটাই তো বীরের পরিচয়,”

যে কষ্টের ভাঁজে ভাঁজে লুকিয়ে ছিলো আশার আলো।

কিন্তু যদি ব্যর্থ হও,তোমার পরা স্যুটটাই হবে উপহাসের কারণ

তোমার কথা, তোমার চেষ্টা— সবই মুছে যাবে,

“নিশ্চয়ই শুধু বাহ্যিকতা দিয়েই চেয়েছিলো জয়।”

সফলতা তোমার পুরনো স্মৃতি নতুন করে জাগিয়ে তুলবে,

ক্ষয়িষ্ণু সময়কে গড়ে তুলবে স্মরণীয় অধ্যায়ে,আর ব্যর্থতা?

তার আড়ালে লুকিয়ে যাবে সব প্রাপ্তি,

সব চেষ্টার কাহিনী। তোমার জীবন হয়তো একদিন কাহিনী হবে কারও ঠোঁটে,অথবা শুধু মুখ ফিরিয়ে নেবে সবাই—সমাজ এভাবেই মাপে মানুষকে,কথা নেই, শুধু বিজয় আর পরাজয়ের বিচারে।

0.00 avg. rating (0% score) - 0 votes

Leave a comment