মঙ্গলের কথা

আকাশ বলছিল
আমি হব সূর্য।
সূর্য বলছিল
আমি হব চন্দ্র।
চন্দ্র বলছিল
আমি হব মঙ্গল।
মঙ্গল বলছিল
তোমরা এমন কথা বোলো না
এমন হলে তো হবে অমঙ্গল।
তার চেয়ে আমরা যে যেমন আছি
এই তো বেশ ভালো আছি।
ভগবান আমাদের যাকে যেমন বানিয়েছেন
যাকে যেমন আকার দিয়েছেন,
তা-ই তো বেশ ভালো
সৃষ্টির শুরু থেকে আমরা তাঁর ফরমান অনুযায়ীই তো কাজ করে যাচ্ছি, বলো।
কেন তোমরা বলছ এমন কথা
এমন হলে ব্রহ্মাণ্ড ধ্বংস হয়েও যেতে পারে সেটা জানো না?

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

0.00 avg. rating (0% score) - 0 votes

Leave a comment