আমার একটাই অভিলাষ
তোমার কোলে মাথা রেখেই যেন পড়ে আমার শেষ নিঃশ্বাস।
তোমার আগেই আমি চলে যেতে চাই।
আমি দেখতে চাই না এমন দৃশ্য —-
আমি আছি অথচ তুমি নেই
অমন দৃশ্য আমার দু’চোখে হাহাকারের অগ্নিবাণ ছুড়বে
অমন দৃশ্য আমার বুককে বেদনার আগুনে পুড়িয়ে ছারখার করে দেবে
এভাবে চাই না বেঁচে থাকতে,
তাই তো তোমার আগেই চলে যাবার অভিলাষ হয়েছে।
যখন আমি মৃত্যুর সঙ্গে লড়াই করব
তুমি আমার মাথায় হাত বুলিয়ে দেবে
তোমার কাছ থেকে শেষ আদর পেয়ে
আমি সেই লড়াই-এ পরাজিত হয়ে
ঈশ্বরের কাছে চলে যাব।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৭/৮/২০২৪