সকল পুরুষ ধর্ষক হয় না

সকল পুরুষ ধর্ষক হয় না
কিছু পুরুষ বাবা হয়
কিছু পুরুষ ভাই হয়
কিছু পুরুষ দাদা হয়
কিছু পুরুষ স্বামী হয়।

ধর্ষক পুরুষ আর সাধারণ পুরুষের
মন-মানসিকতা এক নয়,
ধর্ষক পুরুষ আর সাধারণ পুরুষের
চিন্তা-ভাবনা এক নয়,
ধর্ষক পুরুষ আর সাধারণ পুরুষের
আচার-আচরণ এক নয়।

এক পুরুষের মন লোভী বর্বর প্রকৃতির
তো আর এক পুরুষের মন শান্ত ভালোবাসায় ভরপুর।
এক পুরুষের মন নারীদের শরীর বোঝে,
তো আর এক পুরুষের মন নারীদের সম্মান করতে জানে।
এক পুরুষের মন নারীদের ভোগ্য বস্তু হিসেবে ভাবে,
তো আর এক পুরুষের মন নারীদের বিপদে পাশে দাঁড়াতে জানে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৫/৮/২০২৪

0.00 avg. rating (0% score) - 0 votes