জবাব দাও বিধাতা

যেসব নারীদের ধর্ষণ করে হত্যা করা হয়েছে
যদি তারা ধর্ষণের শিকার না হতো
তাহলে হয়তো তারা আজও বেঁচে থাকত।
তারা হয়তো ছিল
কেউ শিক্ষিকা, কেউ গৃহবধূ, কেউ বছর কুড়ির মেয়ে,
কেউ চাকুরিজীবী, কেউ সমাজসেবী….
এমন আরও কত!
অত হিসেব কি রাখা যায়?
যদি তাদের ধর্ষণের শিকার না হতে হতো
আজও তারা হয়তো বেঁচে থাকত
পৃথিবীর বুকে হেসে খেলেই জীবন কাটিয়ে দিত।
কিন্তু ভাগ্য তাদের তেমন ছিল না নিশ্চয়
ভাগ্যে বিপদ লেখা থাকলে তাকে আটকানো খুব মুশকিল।
ভাগ্য তো লেখেন শুধু বিধাতা।
কেন জীবনে তাদের এমন নরক যন্ত্রনা ভোগ করতে হলো?
কেন তুমি তাদের এমন ভাগ্য লিখলে?
কেন তুমি তাদের শান্তিতে থাকতে দিলে না?
জবাব দাও বিধাতা।
এর জবাব তুমি ছাড়া আর কে দেবে?
তোমার কাছ থেকেই পাব ঋত জবাব।
দাও জবাব। হে বিধাতা, জবাব দাও।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৬/৮/২০২৪

0.00 avg. rating (0% score) - 0 votes

Leave a comment