শুধু তোমার জন্য
তোমার দিকে তাকিয়ে থাকা,
তোমার কথা দিনরাত চিন্তা করা,
তোমার সুখ-দুঃখ নিজেকে দিয়ে অনুভব করা,
এই এত কবিতা লেখা,
ডায়েরির পাতা গোলাপের পাঁপড়িতে ভরে থাকা,
হৃদয় কতটা যন্ত্রণা সহ্য করতে পারে প্রেম-ভালোবাসা উজাড় করতে পারে তা বোঝা,
তোমাকে বুকের বাম পাশে স্থান দেওয়া,
একসাথে ছোট্ট ঘর বাঁধার স্বপ্ন দেখা।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২/০৭/২০২৩