ভালো উপদেশ

শিশুরা, তোমরা মন দিয়ে করো পড়াশোনা
তবেই তো বড়ো হবে, চড়বে গাড়ি-ঘোড়া।
পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করো
তবেই তো তোমাদের দেহ-মন থাকবে ভালো।
খেলাধুলার কত গুণ তোমরা কি জানো?
খেলাধুলা করলে ঘুম হয় ভালো,
খিদে পায় আরো,
পড়াশোনায় মন বসে আরো আরো।
পড়াশোনা করলে কত কিছু জানবে
সেই সব জ্ঞান নিয়ে তোমরা আনন্দে থাকবে।
তাই তো এক মন দিয়ে পড়াশোনা করো
আর মানুষের মতো মানুষ হয়ে ওঠো।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১১/৬/২০২৪

0.00 avg. rating (0% score) - 0 votes